উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টিপাতে প্লাবিত রংপুরের তিস্তা তীরবর্তী এলাকা। তিন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় হয়েছে তিন হাজার পরিবার পানিবন্দী।
গংগাচড়া লক্ষীটারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হচ্ছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বিস্তীর্ণ নিচু এলাকা। ডুবে গেছে ধান ও সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি। থাকা-খাওয়া ও যাতায়াতে দুর্ভোগের জীবন পানিবন্দী মানুষের। ভুক্তভোগী মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।
রংপুর গংগাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে উপজেলা প্রশাসন। পানিবন্দী মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে কিছুটা কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ভাটির কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রিপোর্ট : সৈ. দা. / সা. সি অ
গংগাচড়া লক্ষীটারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হচ্ছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বিস্তীর্ণ নিচু এলাকা। ডুবে গেছে ধান ও সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি। থাকা-খাওয়া ও যাতায়াতে দুর্ভোগের জীবন পানিবন্দী মানুষের। ভুক্তভোগী মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।
রংপুর গংগাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে উপজেলা প্রশাসন। পানিবন্দী মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে কিছুটা কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ভাটির কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রিপোর্ট : সৈ. দা. / সা. সি অ