ATN
শিরোনাম
  •  

চিকিৎসা উপকরণ সংকটে পাবনা জেনারেল হাসপাতাল

         
চিকিৎসা উপকরণ সংকটে পাবনা জেনারেল হাসপাতাল

চিকিৎসা উপকরণ সংকটে পাবনা জেনারেল হাসপাতাল

লোকবল ও চিকিৎসা উপকরণ সংকটে বন্দী পাবনা জেনারেল হাসপাতাল। উদ্বোধনের ৯ বছরেও চালু হয়নি আইসিইউ। কাজে আসছে না অত্যাধুনিক এক্সরে ও সিটি স্ক্যান মেশিন। প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা।

প্রায় দুইশ বছরের প্রাচীন জেলা পাবনার ৩০ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল। প্রতিদিন অন্তত দুই হাজার রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। তবে, নানা সংকটে জর্জরিত হাসপাতালটির অধিকাংশ সেবাই যেন ঘুরছে নেই-এর আবর্তে। কাঙিক্ষত সেবা না পেয়ে রোগীরা দালালের খপ্পরে পড়ে হচ্ছেন প্রতারিত। প্যাথলজি পরীক্ষার সুযোগ থাকলেও উপকরণ সংকটে সেবা পান মাত্র ২০ শতাংশ রোগী। মেলে না বিনামূল্যের ওষুধও।

২০১৬ সালে সাড়ম্বরে উদ্বোধন করা হয় হাসপাতালের আইসিইউ ইউনিট। প্রয়োজনীয় লোকবল ও সংযোজক যন্ত্রাংশ না থাকায় তা আজও চালু হয়নি। হৃদরোগীদের জন্য ২০ শয্যার সিসিইউ চালু থাকলেও সেবা দেয়া যায় ৮ জন রোগীকে। অকার্যকর পোস্ট অপারেটিভ ইউনিট। জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বন্ধ হলে থেমে যায় অপারেশনও।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম বলেন আধুনিক সিটি স্ক্যান ও এক্সরে মেশিন থাকলেও, ফিল্ম সংকটে বছরের অধিকাংশ সময়ই তা বন্ধ। ফলে মস্তিষ্কের রক্তক্ষরণসহ গুরুতর রোগীদের পরীক্ষায় সময়ক্ষেপণ ও বাড়তি অর্থ খরচে জীবনের ঝুঁকি বাড়ে।

এই হাসপাতালের আবাসিক সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান বলেন প্রয়োজনীয় বরাদ্দের অভাবেই যত সব সীমাবদ্ধতা, স্বীকার করছে কর্তৃপক্ষ।

রিপোর্ট : চ. পা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ