আজ প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেই ৩-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার আবুধাবিতে টাইগারদের মিশন ওয়ানডে সিরিজ। তবে ফরম্যাট পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। নাইম শেখ এখনো আমিরাতের ভিসা না পাওয়ায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন জুটি। তানজিদ হাসান তামিমের সঙ্গে অভিষেক হতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টিতে নতুনরূপে ফেরা সাইফের জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
আপসটি-২০র মতো ওয়ানডেতেও টাইগারদের মিডল-অর্ডারে চলবে প্রতিযোগিতা। তাওহিদ হৃদয়ের পাশাপাশি একাদশে জায়গা করে নিতে লড়বেন জাকের, শামীম ও সোহান। বিশেষ করে টি-২০তে ভালো করা সোহানের উপর ওয়ানডেতেও টিম ম্যানেজমেন্ট ভরসা রাখে কি না সেটিই দেখার।
সব ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। কারণ, এ বছর খেলা ৬ ওয়ানডের মাত্র একটিতে জয় এসেছে। বাকি চারটিতে পরাজয়। তবে ঘরের বাইরের কন্ডিশনে ছন্দে ফেরা এখন দলের মূল পরীক্ষা।
ওয়ানডের পরিসংখ্যানে বাংলাদেশ সামান্য এগিয়ে আছে। ১৯ বারের দেখায় বাংলাদেশের ১১ জয়ের বিপরীতে আফগানরা জিতেছে ৮টি ম্যাচে।
অন্যদিকে, আফগানিস্তান দলে এসেছে রদবদল। ওয়ানডে স্কোয়াডে নেই ফারুকী, গুলবাদিন ও নূর। হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে অভিষেকের অপেক্ষায় বাশির আহমদের। আট মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানরা, সঙ্গে রয়েছে টানা পাঁচ ম্যাচের হার। মানসিক চাপও তাই কিছুটা বেশিই থাকবে আফগানদের ওপর।
রিপোর্ট : আ. হা / সা. সি
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেই ৩-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার আবুধাবিতে টাইগারদের মিশন ওয়ানডে সিরিজ। তবে ফরম্যাট পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। নাইম শেখ এখনো আমিরাতের ভিসা না পাওয়ায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন জুটি। তানজিদ হাসান তামিমের সঙ্গে অভিষেক হতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টিতে নতুনরূপে ফেরা সাইফের জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
আপসটি-২০র মতো ওয়ানডেতেও টাইগারদের মিডল-অর্ডারে চলবে প্রতিযোগিতা। তাওহিদ হৃদয়ের পাশাপাশি একাদশে জায়গা করে নিতে লড়বেন জাকের, শামীম ও সোহান। বিশেষ করে টি-২০তে ভালো করা সোহানের উপর ওয়ানডেতেও টিম ম্যানেজমেন্ট ভরসা রাখে কি না সেটিই দেখার।
সব ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। কারণ, এ বছর খেলা ৬ ওয়ানডের মাত্র একটিতে জয় এসেছে। বাকি চারটিতে পরাজয়। তবে ঘরের বাইরের কন্ডিশনে ছন্দে ফেরা এখন দলের মূল পরীক্ষা।
ওয়ানডের পরিসংখ্যানে বাংলাদেশ সামান্য এগিয়ে আছে। ১৯ বারের দেখায় বাংলাদেশের ১১ জয়ের বিপরীতে আফগানরা জিতেছে ৮টি ম্যাচে।
অন্যদিকে, আফগানিস্তান দলে এসেছে রদবদল। ওয়ানডে স্কোয়াডে নেই ফারুকী, গুলবাদিন ও নূর। হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে অভিষেকের অপেক্ষায় বাশির আহমদের। আট মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানরা, সঙ্গে রয়েছে টানা পাঁচ ম্যাচের হার। মানসিক চাপও তাই কিছুটা বেশিই থাকবে আফগানদের ওপর।
রিপোর্ট : আ. হা / সা. সি