ATN
শিরোনাম
  •  

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড

         
ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে ১মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সুগন্ধা নদীতে অভিযানকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ, প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ৮টি মোবাইল টিম এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি নৌকা, একটি ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৮৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা।

জেলা মৎস কর্মকর্তা আরও জানান, ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ