জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া আমার শেষ ইচ্ছা : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জীবনের শেষ সময়ে আমার কিছুই চাওয়া পাওয়ার নেই। জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়াই আমার শেষ ইচ্ছা।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সর্বোপরি সবার সহযোগিতা নিয়ে কমিশন এগিয়ে যেতে চায়। মাঠের অনিয়ম রোধে নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কর্মকর্তাদেরকে কঠোর ভূমিকায় রাখারও গুরুত্ব তুলে ধরেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য জাতির কাছে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য এবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। পুরুষের তুলনায় প্রায় ৩০ লাখ নারী ভোটার কম ছিলো, নতুন তালিকায় এক্ষেত্রে ভারসাম্য আনা হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
রিপোর্ট : ন্যা/টুবন
আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সর্বোপরি সবার সহযোগিতা নিয়ে কমিশন এগিয়ে যেতে চায়। মাঠের অনিয়ম রোধে নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কর্মকর্তাদেরকে কঠোর ভূমিকায় রাখারও গুরুত্ব তুলে ধরেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য জাতির কাছে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য এবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। পুরুষের তুলনায় প্রায় ৩০ লাখ নারী ভোটার কম ছিলো, নতুন তালিকায় এক্ষেত্রে ভারসাম্য আনা হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
রিপোর্ট : ন্যা/টুবন