ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়া-পাপুয়া নিউ গিনি প্রতিরক্ষা চুক্তি সই

         
অস্ট্রেলিয়া-পাপুয়া নিউ গিনি প্রতিরক্ষা চুক্তি সই

অস্ট্রেলিয়া-পাপুয়া নিউ গিনি প্রতিরক্ষা চুক্তি সই

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তির আওতায় অস্ট্রেলীয়রা পাপুয়া নিউ গিনির সামরিক স্থাপনা ও সেনাবাহিনীতে কাজ করতে পারবে। অপরদিকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবে পাপুয়া নিউ গিনির ১০ হাজার নাগরিক। একইসঙ্গে, অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ারও সুযোগ পাবে তারা।

এছাড়া, চুক্তির অধীনে দুই দেশের কোনোটির ওপর সশস্ত্র হামলা হলে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারবে অন্য দেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান মিত্রতা থেকেই এই চুক্তি করা হয়েছে বলে মন্তব্য দেশ দুটির।

তবে অঞ্চলটিতে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলা করাই চুক্তির লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ফিজি, টুভালু ও অন্যান্য দ্বীপরাষ্ট্রের সঙ্গে একই ধরনের চুক্তি স্বাক্ষর করছে অস্ট্রেলিয়া।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ