ATN
শিরোনাম
  •  

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

         
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে মোগলাবাজার এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ