জয়পুরহাটে গাছ বড় না হওয়া, পাতা কুকড়ে যাওয়া, গাছ পঁচে মরে যাওয়াসহ নানা সমস্যায় বিপাকে পড়েছেন মরিচ চাষীরা। কৃষকদের অভিযোগ, নিম্নমানের বীজের কারণে এমন অবস্থা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি অফিস।
জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার কয়েকটি গ্রামে লাভের আশায় মরিচ বীজ রোপণ করেছিলেন কৃষকরা। কিন্তু তাদের সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। গাছের চারা গজালেও বৃদ্ধি না হওয়া, পাতা কুকড়ে যাওয়া, গাছ পচে মারা যাওয়া ও অনেক জায়গায় চারা না গজানোয় ক্ষতির মুখে পড়েছেন দেড় শতাধিক কৃষক।
জয়পুরহাটের কালাই মোলামগাড়ীর ডিলার সোহেল রানা বীজের কারণে এমন সমস্যা হয়নি বলে দাবি করেন।
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার কৃষি অফিসার জাহিদুর রহমান জানিয়েছেন তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হবে।
রিপোর্ট : সৈ. দা. / সা. সি
জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার কয়েকটি গ্রামে লাভের আশায় মরিচ বীজ রোপণ করেছিলেন কৃষকরা। কিন্তু তাদের সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। গাছের চারা গজালেও বৃদ্ধি না হওয়া, পাতা কুকড়ে যাওয়া, গাছ পচে মারা যাওয়া ও অনেক জায়গায় চারা না গজানোয় ক্ষতির মুখে পড়েছেন দেড় শতাধিক কৃষক।
জয়পুরহাটের কালাই মোলামগাড়ীর ডিলার সোহেল রানা বীজের কারণে এমন সমস্যা হয়নি বলে দাবি করেন।
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার কৃষি অফিসার জাহিদুর রহমান জানিয়েছেন তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হবে।
রিপোর্ট : সৈ. দা. / সা. সি