ATN
শিরোনাম
  •  

জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন পশুর নদী

         
 জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন পশুর নদী

জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন পশুর নদী

পশুর নদী বেষ্টিত মোংলা বন্দর। জীবিকার প্রয়োজনে প্রতিদিন নদী পার হয়ে বন্দর ও শহরে আসেন হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন তারা। তবে, নদীর দুই পাড়ের খেয়া ঘাটই অনুপযোগী, নৌযানগুলোও জরাজীর্ণ। ফলে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে মানুষ।

পশুর নদীর পশ্চিম পাড়ে বন্দর, ইপিজেড ও শিল্প কলকারখানা। আর পূর্বপাড়ে পৌরসভা, উপজেলা, হাসপাতাল ও আবাসিক এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষকে ট্রলারে করে এই উত্তাল নদী পারাপার হতে হয়। ট্রলারগুলো বহু দিনের পুরনো, চলাচলের প্রায় অনুপযোগী। তাতে রয়েছে জীবনের ঝুঁকি।

রিপোর্ট : নি. উ. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ