ATN
শিরোনাম
  •  

ইন্দোনেশিয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

         
ইন্দোনেশিয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে প্রায় এক মাসে আগে খনি ধসে নিখোঁজ হওয়া শেষ পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) খনিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রিপোর্ট ইন্দোনেশিয়া এ তথ্য জানিয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৮ সেপ্টেম্বর সেন্ট্রাল পাপুয়া প্রদেশের টেমবাগাপুরায় গ্রাসবার্গ ব্লক গুহার আন্ডারগ্রাউন্ড স্বর্ণ ও তামার খনির পাঁচটি অংশের একটির উত্তোলন কেন্দ্র থেকে মাটি ও পাথর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন আটকা পড়েন। প্রায় দুই সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর দুই শ্রমিকের মৃতদেহ খুঁজে পাওয়া পাওয়া যায়। বাকি পাঁচ শ্রমিকের সন্ধানে প্রায় এক মাস ধরে প্রচেষ্টা অব্যাহত থাকে।

ফ্রিপোর্ট জানিয়েছে, খনি ধসে পড়ার পর প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। ফলে শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। ২৭ দিন ধরে একটানা প্রচেষ্টা চালানোর পর রবিবার উদ্ধারকারীরা গ্রাসবার্গ ব্লক গুহায় মাটির স্তূপ থেকে পাঁচজন শ্রমিকের মৃতদেহ খুঁজে বের করেন। উদ্ধারকৃতদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকান ও একজন চিলির নাগরিক রয়েছেন।

কোম্পানিটির প্রেসিডেন্ট ডিরেক্টর টনি ওয়েনাস বলেন, জটিল অবস্থান ও বিপুল পরিমাণ, প্রায় লাখ টন কাদামাটি প্রবাহিত হওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হয়। একজনের মৃতদেহ পাপুয়ায় সমাহিত করা হবে। বাকিদের বিমানে করে তাদের নিজ নিজ শহরে নেওয়া হবে।

এই দুর্ঘটনার ফলে খনিজ সম্পদসমৃদ্ধ এই এলাকার খনির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভূমিধসের পরপরই ফ্রিপোর্ট ক্ষতিগ্রস্ত এলাকায় সব খনন কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং জানিয়েছে, ২০২৭ সালের আগে সেখানে কাজ আবার শুরু হবে না। কারণ কাজ শুরুর আগে নিরাপত্তা পর্যালোচনা ও কাঠামোগত সংস্কার চলবে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ