আগামী জাতীয় নির্বাচনে অবাধে সংবাদ সংগ্রহে মিডিয়ার জন্য কোন বাঁধা থাকবেনা জানিয়ে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আয়নার মত স্বচ্ছ নির্বাচন দিতে চায় কমিশন। এ ক্ষেত্রে মিডিয়াকে পার্টনার হিসেবেও দেখতে চান তিনি। গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
সবধরণের প্রশ্নের উর্ধ্বে রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে করণীয় ঠিক করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথবারের মতো সংলাপ আয়োজন নির্বাচন কমিশনের।
ইসি সংলাপের দ্বিতীয় দিনের প্রথম পর্বে সোমবারের সংলাপে সকালে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। বিরতির পর বিকেলে দ্বিতীয় পর্বে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা এতে যোগ দেন।
দিনভর চলা এই সংলাপে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, এবং অবাধ তথ্য প্রবাহে কমিশনের করণীয়, সম্পর্কেও নানা মতামত তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
ভোটের মাঠে ভোটারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিতের বিষয়টিও তুলে ধরেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন অবাধে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোন বাঁধা থাকবেনা।
অক্টোবর জুড়ে নারী সমাজের প্রতিনিধি, নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ করবে নির্বাচন কমিশন।
রিপোর্ট : মা. মো. / সা. সি
সবধরণের প্রশ্নের উর্ধ্বে রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে করণীয় ঠিক করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথবারের মতো সংলাপ আয়োজন নির্বাচন কমিশনের।
ইসি সংলাপের দ্বিতীয় দিনের প্রথম পর্বে সোমবারের সংলাপে সকালে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। বিরতির পর বিকেলে দ্বিতীয় পর্বে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা এতে যোগ দেন।
দিনভর চলা এই সংলাপে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, এবং অবাধ তথ্য প্রবাহে কমিশনের করণীয়, সম্পর্কেও নানা মতামত তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
ভোটের মাঠে ভোটারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিতের বিষয়টিও তুলে ধরেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন অবাধে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোন বাঁধা থাকবেনা।
অক্টোবর জুড়ে নারী সমাজের প্রতিনিধি, নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ করবে নির্বাচন কমিশন।
রিপোর্ট : মা. মো. / সা. সি