ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের

         
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করছে ভারত। বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকের সংগঠন, ডিক্যাবের দিল্লি সফররত প্রতিনিধিদের একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে দিল্লি। আর নির্বাচিত হয়ে ক্ষমতায় যারাই আসুক, তাঁদের সঙ্গে খোলামনে কাজ করবে ভারত।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের নির্বাচন ঠেকাতে দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি সক্রিয় বলে নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অভিযোগ উত্থাপনের এক সপ্তাহ পর দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানালেন, ভারত চায় বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন। অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক নির্বাচনে বাংলাদেশের মানুষ যে দলকেই নির্বাচিত করুক, সেই নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে দিল্লি।

সোমবার দিল্লির সাউথ ব্লকে ভারত সফররত ডিক্যাব প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়ের সময় বিক্রম মিশ্রি বার বার জোর দেন, বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কাজ থেমে নেই বলে দাবি দেশটির পররাষ্ট্র সচিবের।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা প্রবল হয়ে উঠেছে, এ বিষয়ে ভারতের মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে বিক্রম মিশ্রি বলেন, বিচার ও ফেরতের প্রক্রিয়াটি আইনি, তাই বেশি তথ্য দেবেন না তিনি।

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কবে উন্মুক্ত হবে সেটার স্পষ্ট তারিখ না জানালেও, জন-প্রত্যাশার জায়াগায় সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেন ভারতের সচিব।

অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রক্রিয়া পরীক্ষা করছে ভারত নতুন সরকারের সঙ্গে খোলামনে কাজ করবে ভারত।

রিপোর্ট : মা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ