ATN
শিরোনাম
  •  

দেশে ফিরে স্বশরীরে দলের হাল ধরবেন : তারেক রহমান

         
দেশে ফিরে স্বশরীরে দলের হাল ধরবেন : তারেক রহমান

দেশে ফিরে স্বশরীরে দলের হাল ধরবেন : তারেক রহমান

শিগগিরই দেশে ফিরে স্বশরীরে দলের হাল ধরার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারিরীক সক্ষমতা থাকলে আগামী নির্বাচনে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়াও। সংখ্যাগড়িষ্ঠতা পেলে কম বেশি সব রাজনৈতিক দলকে নিয়েই সরকার গঠন করার কথা আবারো জানান বিএনপির এই শীর্ষ নেতা।

দীর্ঘ ১৭ বছর পর কোনো গণমাধ্যমে তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। বিবিসি বাংলাকে দেয়া এই সাক্ষাৎকারে দীর্ঘদিন গণমাধ্যমে তার সংবাদ সম্প্রসারে নানা বিধি নিষেধ দেয়া হয়েছিলো সেকথাও উল্লেখ করেন তিনি।

প্রশ্ন ছিলো নেতা-কর্মীরা জুলাই আন্দোলনকে তাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করে। তবে তিনি নিজেকে তিনি মনে করেন কিনা?

কেনো এতোদিন দেশি ফিরছেন না এবং ফেরার ব্যাপারে কোনো নিরাপত্তা শংকা আছে কিনা এমন প্রশ্রের উত্তর দেন তিনি। প্রশ্ন ছিলো জামায়াতের নেতৃত্ব জোট নিয়ে কোনো শংকা মনে করছে কিনা বিএনপি?

প্রসঙ্গ উঠে আসে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়েও। কথা বলবেন, আগামী নির্বাচনে সরকার গঠন প্রসঙ্গেও। মঙ্গলবার বিবিসি বাংলা ওয়েবসাইটে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি প্রচার করা হবে।

রিপোর্ট : মি. /সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ