ATN
শিরোনাম
  •  

গ্রেটা থানবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

         
গ্রেটা থানবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

গ্রেটা থানবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। দেশটির সম্প্রচারমাধ্যম আই-২৪ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া গ্রিসের নাগরিকদের পাশাপাশি গ্রেটা থানবার্গসহ মোট ১৬৫ জনকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত ৩১ আগস্ট, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য খাদ্য ও ওষুধ নিয়ে স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” মিশন। এতে অংশ নেয় ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা-এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

অভিযানে অংশ নেন ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক, যাদের মধ্যে ছিলেন সুইডেনের গ্রেটা থানবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী এবং হলিউড অভিনেতারা। বাংলাদেশ থেকেও অংশ নেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলম।

ইসরায়েলি নৌবাহিনী প্রথমে গত বুধবার রাতে ১৩টি নৌযান আটকায়, তবে বাকি ৩০টি নৌযান গাজার দিকে অগ্রসর হতে থাকে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পোল্যান্ডের “ম্যারিনেত্তি” জাহাজসহ বাকি নৌযানগুলো বৃহস্পতিবার ও শুক্রবার আটক করে ইসরায়েলি নৌ সেনারা। পরবর্তীতে সব নৌযান ও অভিযাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।

এখন অভিযাত্রীদের গ্রিসে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আটক অবস্থায় গ্রেটা থানবার্গকে সুইডেনের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, তাঁকে ছারপোকায় ভর্তি কক্ষে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হচ্ছে না।

মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোকে অপরাধ হিসেবে দেখা দুঃখজনক, এবং তারা সব অভিযাত্রীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ