বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ে প্রায় এক হাজার পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। রবিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, প্রবল তুষারপাত ও ঝড়ে এভারেস্টের পূর্ব ঢালের কাছে থাকা ক্যাম্পগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বরফে ঢেকে গেছে উদ্ধারপথগুলো, ফলে আটকা পড়া পর্যটকদের উদ্ধারকাজে বিপাকে পড়েছে উদ্ধারকর্মীরা।
জিমু নিউজ জানায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পের পথে বরফ পরিষ্কারে হাজারো স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দল অংশ নিয়েছে। এরই মধ্যে কিছু পর্যটক নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন।
স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন দপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার দিনভর চলেছে। পরিস্থিতির কারণে এভারেস্টে প্রবেশ ও টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, সীমান্তের অপরপারে নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে যান চলাচল বন্ধ, বেশ কয়েকটি সেতু ধ্বংস, এবং অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ভারত সীমান্তের ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে, নয়জন নিখোঁজ এবং বজ্রপাতে আরও তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে, এবং পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
চীনের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, প্রবল তুষারপাত ও ঝড়ে এভারেস্টের পূর্ব ঢালের কাছে থাকা ক্যাম্পগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বরফে ঢেকে গেছে উদ্ধারপথগুলো, ফলে আটকা পড়া পর্যটকদের উদ্ধারকাজে বিপাকে পড়েছে উদ্ধারকর্মীরা।
জিমু নিউজ জানায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পের পথে বরফ পরিষ্কারে হাজারো স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দল অংশ নিয়েছে। এরই মধ্যে কিছু পর্যটক নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন।
স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন দপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার দিনভর চলেছে। পরিস্থিতির কারণে এভারেস্টে প্রবেশ ও টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, সীমান্তের অপরপারে নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে যান চলাচল বন্ধ, বেশ কয়েকটি সেতু ধ্বংস, এবং অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ভারত সীমান্তের ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে, নয়জন নিখোঁজ এবং বজ্রপাতে আরও তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে, এবং পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস