ATN
শিরোনাম
  •  

ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

         
ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

ভারতের কারাগারগুলোতে থাকা বিদেশি বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক, এবং তাদের বেশিরভাগই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে-এ তথ্য উঠে এসেছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে।

‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে মোট ৬,৯৫৬ জন বিদেশি নাগরিক বন্দি আছেন। এর মধ্যে ২,৫০৮ জন (প্রায় ৩৬%) বন্দি রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে, আর তাদের ৮৯ শতাংশই বাংলাদেশি। বেশিরভাগ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কারাগারে বর্তমানে ২৫,৭৭৪ বন্দির মধ্যে ৯ শতাংশই বিদেশি নাগরিক। আটক বাংলাদেশিদের মধ্যে ৭৭৮ জন দোষী সাব্যস্ত, আর ১,৪৪০ জন এখনো বিচারাধীন।

বিদেশি বন্দিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার, এরপর পাকিস্তান, নেপাল ও নাইজেরিয়া। এনসিআরবি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বেশিরভাগ বিচারাধীন বন্দির বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, যা সীমান্ত অঞ্চলে তরুণদের জড়িত থাকার প্রবণতা নির্দেশ করে।

প্রতিবেদনে এটিও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশ, পাসপোর্ট জালিয়াতি ও ক্ষুদ্র অপরাধে গ্রেফতার হচ্ছেন, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়ায় জেলেই বছর পার করছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ