
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার পর দাফনের চেষ্টা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
স্বামী আরব আলী (৩৬) উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।
চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্ত্রী হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেছে।
জানা যায়, গত শনিবার গভীর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে গলা টিপে হত্যা করেন। এরপর প্রতিবেশীদের জানান, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা ও দাফনের প্রস্তুতি চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় জখমের চিহ্ন দেখে পুলিশ আরব আলীকে গ্রেপ্তার করে। পরে নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া থানায় মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
স্বামী আরব আলী (৩৬) উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।
চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্ত্রী হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেছে।
জানা যায়, গত শনিবার গভীর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে গলা টিপে হত্যা করেন। এরপর প্রতিবেশীদের জানান, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা ও দাফনের প্রস্তুতি চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় জখমের চিহ্ন দেখে পুলিশ আরব আলীকে গ্রেপ্তার করে। পরে নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া থানায় মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি