অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়েনি তৈরি পোশাকের, রয়ে গেছে আগের মতোই। এজন্য প্রতিযোগিতা সক্ষমতার অভাবকে দায়ি করছেন উদ্যোক্তারা। তাগিদ দিলেন নতুন বাজার খুঁজতে সমন্বিত উদ্যোগেরও। বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ কাজে লাগাতে জোরদার করতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক।
মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজারেই আটকে আছে সিংহভাগ পোশাক রপ্তানি। সে সাথে আছে বাজার ধরে রাখার চ্যালেঞ্জ। ফলে রপ্তানি আয় বাড়াতে গেলো কয়েক বছর ধরেই গুরুত্ব পাচ্ছে তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার খোঁজার বিষয়। কিন্তু, নানা চেষ্টার পরও মিলছে না আশানুরুপ সাড়া।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। কিন্তু বিজিএমইএ'র তথ্য অনুযায়ী, গেলো ৪ বছরে সেখানে রপ্তানি নেমেছে অর্ধেকে। একই প্রবণতা ভারত, দক্ষিণ কোরিয়া, চিলি ও সংযুক্ত আরব আমিরাতেও। আর জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক কিংবা ব্রাজিলে কিছুটা বাড়লেও তা সেখানে সুযোগ রয়েছে আরো বেশি। সবশেষ অর্থবছরে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় অপ্রচলিত বাজারগুলোতে।
উদ্যোক্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শুল্ক-অশুল্ক বাধা, পণ্য পরিবহনে অতিরিক্ত সময়সহ নানাকারণে রপ্তানিতে কাঙ্ক্ষিত গতি নেই অপ্রচলিত বাজারে।
খাত সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিযোগী দেশগুলো উপযোগী নীতি সহায়তা নিশ্চিত করায়, পিছিয়ে বাংলাদেশ।
সিপিডির সম্মাননীয় ফেলোর ড. মোস্তাফিজুর রহমান সহ বিশেষজ্ঞদের মতে, অপ্রচলিত বাজারে মনোযোগ দেওয়া গেলে পণ্য ও বাজার বহুমুখী করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো দেশের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব। সে সাথে ব্যবসায়ীরা তুলে ধরলেন, রপ্তানি বাড়াতে নানা সঙ্কটের কথাও। তাই অপ্রচলিত বাজারে তৈরি পোশাকের রপ্তানি ও বাড়েনি।
রিপোর্ট : মা. সে. /সা.সি
মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজারেই আটকে আছে সিংহভাগ পোশাক রপ্তানি। সে সাথে আছে বাজার ধরে রাখার চ্যালেঞ্জ। ফলে রপ্তানি আয় বাড়াতে গেলো কয়েক বছর ধরেই গুরুত্ব পাচ্ছে তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার খোঁজার বিষয়। কিন্তু, নানা চেষ্টার পরও মিলছে না আশানুরুপ সাড়া।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। কিন্তু বিজিএমইএ'র তথ্য অনুযায়ী, গেলো ৪ বছরে সেখানে রপ্তানি নেমেছে অর্ধেকে। একই প্রবণতা ভারত, দক্ষিণ কোরিয়া, চিলি ও সংযুক্ত আরব আমিরাতেও। আর জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক কিংবা ব্রাজিলে কিছুটা বাড়লেও তা সেখানে সুযোগ রয়েছে আরো বেশি। সবশেষ অর্থবছরে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় অপ্রচলিত বাজারগুলোতে।
উদ্যোক্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শুল্ক-অশুল্ক বাধা, পণ্য পরিবহনে অতিরিক্ত সময়সহ নানাকারণে রপ্তানিতে কাঙ্ক্ষিত গতি নেই অপ্রচলিত বাজারে।
খাত সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিযোগী দেশগুলো উপযোগী নীতি সহায়তা নিশ্চিত করায়, পিছিয়ে বাংলাদেশ।
সিপিডির সম্মাননীয় ফেলোর ড. মোস্তাফিজুর রহমান সহ বিশেষজ্ঞদের মতে, অপ্রচলিত বাজারে মনোযোগ দেওয়া গেলে পণ্য ও বাজার বহুমুখী করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো দেশের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব। সে সাথে ব্যবসায়ীরা তুলে ধরলেন, রপ্তানি বাড়াতে নানা সঙ্কটের কথাও। তাই অপ্রচলিত বাজারে তৈরি পোশাকের রপ্তানি ও বাড়েনি।
রিপোর্ট : মা. সে. /সা.সি