চাঁদপুরে দীর্ঘ দিন ধরে সংকট নবজাতক শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ইপিআই টিকার। বিশেষ করে পেন্টা ও পিসিভি টিকা মিলছে না। এক বছর ধরে চলছে এই সংকট। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই টিকার গুরুত্বপূর্ণ দুটি ডোজ— পেন্টা ও পিসিভি। এই টিকা দুটি ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি ও নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করে। চাঁদপুর জেলা-উপজেলায় বিগত ১ বছর ধরে চলছে এই দুই টিকার সংকট।
স্বাস্থ্য দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, জেলায় প্রতি তিন মাসে পেন্টা ভ্যালেন্ট ও পিসিভি টিকার চাহিদা ৫৭ হাজার ১২০ ডোজ। সেখানে আসছে, অন্তত ১২ থেকে ১৫ হাজার কম। ঘাটতি থাকায় বদলে যাচ্ছে টিকা দেয়া তারিখ, সময় মতো টিকা পাচ্ছে না শিশুরা।
জেলা সদর হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র— সবখানেই একই চিত্র। পর্যাপ্ত টিকা নেই। ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন দ্রুতই সংকট কেটে যাবে বলে আশ্বাস তার।
চাঁদপুররের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন পেন্টা ও পিসিভির পাশাপাশি মাঝে মধ্যেই জেলায় সংকট দেখা দিচ্ছে পোলিও টিকা— পিসিভি।
শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ এসব টিকার ঘাটতি দ্রুত পূরণের আবেদন অভিভাবক মহলের।
রিপোর্ট : চ. পা. /সা.সি
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই টিকার গুরুত্বপূর্ণ দুটি ডোজ— পেন্টা ও পিসিভি। এই টিকা দুটি ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি ও নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করে। চাঁদপুর জেলা-উপজেলায় বিগত ১ বছর ধরে চলছে এই দুই টিকার সংকট।
স্বাস্থ্য দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, জেলায় প্রতি তিন মাসে পেন্টা ভ্যালেন্ট ও পিসিভি টিকার চাহিদা ৫৭ হাজার ১২০ ডোজ। সেখানে আসছে, অন্তত ১২ থেকে ১৫ হাজার কম। ঘাটতি থাকায় বদলে যাচ্ছে টিকা দেয়া তারিখ, সময় মতো টিকা পাচ্ছে না শিশুরা।
জেলা সদর হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র— সবখানেই একই চিত্র। পর্যাপ্ত টিকা নেই। ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন দ্রুতই সংকট কেটে যাবে বলে আশ্বাস তার।
চাঁদপুররের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন পেন্টা ও পিসিভির পাশাপাশি মাঝে মধ্যেই জেলায় সংকট দেখা দিচ্ছে পোলিও টিকা— পিসিভি।
শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ এসব টিকার ঘাটতি দ্রুত পূরণের আবেদন অভিভাবক মহলের।
রিপোর্ট : চ. পা. /সা.সি
