ATN
শিরোনাম
  •  

টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

         
টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

তিন ম্যাচের টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ৭ বছর আগের প্রতিশোধ নিল বাংলাদেশ। সাইফের ফিফটিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

শারজায়, ভালো শুরুর আভাস দেয়া আফগানিস্তানের উদ্বোধনী জুটি বেশি দূর যেতে দেন শরিফুল ইসলাম। ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে তৃতীয় ওভারে আফগানদের শুরু জুটি ভাঙ্গেন বাঁহাতি পেসার।অন্যপ্রান্তে ওপেনিংয়ে ফেরা রহমানউল্লাহ গুরবাজ ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন। পরের ওভারেই তাকে ড্রেসিংরুমে পাঠান নাসুম আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই আফগানদের তৃতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

পাওয়ার প্লের পর রিশাদ হোসেনের খরুচে ওভারে আফগানিস্তান রানের গতি বাড়ায়। দারউইশ রাসুলিকে নিয়ে চতুর্থ উইকেটে সাদিকুল্লা আতাল যোগ করেন ৩৪ রান। দশম ওভারে ফের আক্রমণে ফিরে প্রথম বলেই আতালকে নিজের দ্বিতীয় শিকার বানান সাইফউদ্দিন।

এরপরই টাইগার বোলারদের সারুণ বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে আফগানরা। ওমরজাইকে রিশাদ ফেরানোর পরের ওভারেই নবীকে বোল্ড করেন নাসুম। আর ১৫তম ওভারে তানজিম এসে তুলে নেন জোড়া উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত হয়নি তা।

অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটি হতে দেননি রাসুলি ও মুজিব। রাসুলির ৩২ ও মুজিবের ক্যারিয়ার সেরা অপরাজিত ২৩ রানের কল্যাণে ৯ উইকেটে ১৪৩ রানের পুজি পায় আফগানিস্তান।

রান তাড়ায়, একটি করে ছক্কা-চারে দারুণ শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ওমারজাইয়ের স্লোয়ার বুঝতে না পেরে বল আকাশে তুলে দেন ইমন। ভাঙে ২৪ রানের জুটি।ইমনের বিদায়ের পর আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান।

ক্রিজে এসেই ঝড় তুলেছেন সাইফ হাসান। পাল্টা আক্রমণে তানজিদ-সাইফ গড়েন ৫৫ রানের জুটি। মাঝপথে এ দুজনের ব্যাটেই জয়ের ভীতটা তৈরি করে ফেলে বাংলাদেশ। তবে একবার জীবন পাওয়া তানজিদ ফেরেন ৩৩ করে।

মাঝে জাকের-শামীম দ্রুত ফিরে যান। তবে একপ্রান্তে তখনও অটল সাইফ। ৬ ছক্কায় ৩২ বলে তুলে নেন টি-২০ ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।

পঞ্চম উইকেটে সোহানকে নিয়ে ২ ওভার হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। অপরাজিত থাকেন ৬৪ রানে। তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে প্রথম আর সবমিলিয়ে অষ্টম সিরিজে প্রতিপকক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

রিপোর্ট :আ. /সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ