জনপ্রশাসনের কাঠামোয় বড় পরিবর্তন আসছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে
গঠন করা হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস), যেখানে উপসচিব থেকে
সচিব পর্যন্ত পদ অন্তর্ভুক্ত থাকবে। এ ব্যবস্থার আওতায় জেলা প্রশাসক (ডিসি)
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নামও পরিবর্তন করা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী-
জেলা প্রশাসকের নতুন নাম হবে “জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার”
উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম হবে “উপজেলা কমিশনার”
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সব সার্ভিস থেকে মেধাবী কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসইএসে যোগ দিতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদের জন্য পৃথক পরীক্ষা নেবে। অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মকর্তারা এতে অংশ নিতে পারবেন। কেউ পরপর দুইবার অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এসইএসে প্রবেশের পর কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে মেধাক্রম অনুসারে। বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে যারা আছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এসইএসে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবও এসইএসের সদস্য হবেন।
সংস্কার কমিশনের মতে, এ পরিবর্তনের ফলে প্রশাসনে মেধার মূল্যায়ন বাড়বে, আন্তঃসার্ভিস বৈষম্য কমবে এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদবি পরিবর্তন করে “অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)” করার প্রস্তাব করা হয়েছে। সরকার মনে করছে, এসব সংস্কার বাস্তবায়ন হলে প্রশাসন আরও আধুনিক ও কার্যকর হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী-
জেলা প্রশাসকের নতুন নাম হবে “জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার”
উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম হবে “উপজেলা কমিশনার”
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সব সার্ভিস থেকে মেধাবী কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসইএসে যোগ দিতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদের জন্য পৃথক পরীক্ষা নেবে। অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মকর্তারা এতে অংশ নিতে পারবেন। কেউ পরপর দুইবার অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এসইএসে প্রবেশের পর কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে মেধাক্রম অনুসারে। বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে যারা আছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এসইএসে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবও এসইএসের সদস্য হবেন।
সংস্কার কমিশনের মতে, এ পরিবর্তনের ফলে প্রশাসনে মেধার মূল্যায়ন বাড়বে, আন্তঃসার্ভিস বৈষম্য কমবে এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদবি পরিবর্তন করে “অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)” করার প্রস্তাব করা হয়েছে। সরকার মনে করছে, এসব সংস্কার বাস্তবায়ন হলে প্রশাসন আরও আধুনিক ও কার্যকর হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস