ATN
শিরোনাম
  •  

বিসিবি নির্বাচনে সরকারের প্রভাব নেই: আমিনুল ইসলাম

         
বিসিবি নির্বাচনে সরকারের প্রভাব নেই: আমিনুল ইসলাম

বিসিবি নির্বাচনে সরকারের প্রভাব নেই: আমিনুল ইসলাম

সরকারি হস্তক্ষেপে রাতের আঁধারেই বিসিবির নির্বাচন সম্পন্ন হওয়ার অভিযোগ তুলে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তবে নির্বাচনে সরকারের প্রভাব অস্বীকার করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুল। আগামীকাল অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

৪ মাস আগে একটা 'কুইক ইনিংস' খেলতে এসেছিলেন, সেটাই ধীরে ধীরে রূপ নিতে চলেছে টেস্ট ইনিংসে। বিসিবি সভাপতি হিসেবে রোববারই মেয়াদ শেষ আমিনুল ইসলাম বুলবুলের। তবে এখানেই থামছেন না তিনি। সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিচ্ছেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়টাও নিশ্চিত সাবেক এই ক্রিকেটারের।

এই চার মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমকে জানালেন বুলবুল। সবাইকে নিয়ে দল হিসেবে বোর্ড চালাতে পারাটাই নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করেন তিনি।

সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ঢাকার বেশির ভাগ ক্লাব। কিন্তু নির্বাচনে সরকারের প্রভাব দেখেন না বুলবুল। পরিচালকদের ভোটে আবারও বিসির সভাপতি হতে পারলে ক্লাবগুলোর সাথে বসে সৃষ্ট সমস্যা নিরসন করতে পারবেন বলে তার বিশ্বাস।

নির্বাচনের আগের দিনও পাতানো নির্বাচনের অভিযোগ তুলে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকা বিভাগে আমিনুল ইসলামের প্রতিদ্বন্দ্বী জামালপুরের আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তার দাবি, এরই মধ্যে রাতের আঁধারে সব ভোট হয়ে গেছে।

এদিকে, আলোচিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ বৈধ ঘোষণা করেছেন চেম্বার আদালত। বিসিবি নির্বাচনে অংশ নিতে আর কোনো বাঁধা নেই এই ক্লাবগুলোর।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ