ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

         
কেরানীগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের সালাম চেয়ারম্যান রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, “মরদেহটি পানিতে ফুলে-ফেঁপে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি। মরদেহের পকেট থেকে একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। সেটির সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, মরদেহটি দীর্ঘক্ষণ পানিতে থাকায় পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ