ATN
শিরোনাম
  •  

মেসির গোল-সহায়তার হ্যাটট্রিকে বড় জয়েও মায়ামির হতাশা

         
 মেসির গোল-সহায়তার হ্যাটট্রিকে বড় জয়েও মায়ামির হতাশা

মেসির গোল-সহায়তার হ্যাটট্রিকে বড় জয়েও মায়ামির হতাশা

মেসির গোলে সহায়তার হ্যাটট্রিকে ইন্টার মায়ামি ৪-১ গোলে নিউ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে। তবু সাপোটার্স শিল্ড জেতা হলো না মায়ামির।

ড্র ও হারে আগের দুই ম্যাচেই পয়েন্ট গেছে। এমএলএসে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আজ জয়ে ফিরলো। গোল-সহায়তার হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। জর্ডি আলবার জোড়া গোলের পাশে একটি তাদেও আয়েন্দার। তবু হতাশা ছুঁয়েছে মায়ামিকে।

না, নিয়তি এ ম্যাচে মেসির নামের পাশে গোল লেখেনি বলেই নয়। তার দলকে যে পিছনে ফেলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার স্মারক সাপোর্টাস শিল্ড জিতে নিয়েছে ফিলাডেলফিয়া। দিনের অন্য ম্যাচে তারা নিউইয়র্ক সিটিকে হারিয়েছে ১-০ গোলে।

আগের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হারই মায়ামির শিরোপা হাতছাড়া প্রায় নিশ্চিত করে দিয়েছিল। শিল্ড জিততে শেষ দুই ম্যাচের একটি জিতলেই চলতো, ফিলাডেলফিয়া সেই জয়টাই নিশ্চিত করেছে।

চেজ স্টেডিয়ামে আক্রমণাত্মক মায়ামি ৩২ মিনিটে পায় প্রথম গোল। মেসির দারুণ এক পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের শেষদিকে সময়ে বক্সের ভেতর মেসির পাস থেকে গোল করেন আলবা। ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের গোল করেন ডোর টুরগেমেন। আরেকটি মেসি-ঝলক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। দলের চতুর্থ গোল করেন আলবা।

এদিন ম্যাচের পর আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সের্জিও বুসকেটসকে।

রিপোর্ট : প. কু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ