ATN
শিরোনাম
  •  

আমীরে জামায়াতের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

         
আমীরে জামায়াতের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমীরে জামায়াতের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক- বিশেষ করে ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

আলোচনায় রাষ্ট্রদূত জানান, সুইজারল্যান্ড ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলবে। তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল ও প্রেস অফিসার খালেদ চৌধুরী।

অন্যদিকে, জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

বৈঠকটি শান্ত, আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশা করেন সুইস রাষ্ট্রদূত।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ