খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতা অবরোধ প্রত্যাহারের পর এবার ১৪৪ ধারাও তুলে নিয়েছে প্রশাসন।
আজ রোববার সকাল ৬টা থেকে তা কার্যকর হয়েছে। ফলে, স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন।
৮ দিন পর জেলায় আইন শৃংখলাবাহিনীর কড়াকড়িও কমেছে। শনিবার রাতে এক পরিপত্রে ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। ২৪ সেপ্টেম্বর, এক মার্মা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা সড়ক অবরোধের ডাক দেয়। ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ ও সহিংসতা ঘটনার রণক্ষেত্র পরিণত হয় খাগড়াছড়ির গুইমারার রামেসু বাজার। সে সময় গুলিতে তিনজনের মৃত্যু হয়। পরিস্থিতির অবনতি ঘটলে ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শনিবার সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করে নেয় জুম্ম ছাত্র জনতা।
রিপোর্ট : শা/টুবন
আজ রোববার সকাল ৬টা থেকে তা কার্যকর হয়েছে। ফলে, স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন।
৮ দিন পর জেলায় আইন শৃংখলাবাহিনীর কড়াকড়িও কমেছে। শনিবার রাতে এক পরিপত্রে ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। ২৪ সেপ্টেম্বর, এক মার্মা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা সড়ক অবরোধের ডাক দেয়। ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ ও সহিংসতা ঘটনার রণক্ষেত্র পরিণত হয় খাগড়াছড়ির গুইমারার রামেসু বাজার। সে সময় গুলিতে তিনজনের মৃত্যু হয়। পরিস্থিতির অবনতি ঘটলে ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শনিবার সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করে নেয় জুম্ম ছাত্র জনতা।
রিপোর্ট : শা/টুবন