কয়েক দিনের মধ্যেই জিম্মি ইসরায়েলিদের ঘরে ফেরানোর প্রত্যাশা নেতানিয়াহুর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে, গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায়, ইসরায়েলের প্রতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে ওই আহ্বানের পরেও, গাজায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে, হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।
শনিবার হামাস জানায়, তাদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের ওপর চাপ বাড়াতে, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠিটি।
এদিকে কয়েক দিনের মধ্যেই গাজায় জিম্মি ইসরায়েলিদের ঘরে ফেরানোর ব্যাপারে আশাবাদ জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সামরিক ও কূটনৈতিক চাপের মুখে, জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ইহুদিদের সপ্তাব্যাপী সুক্কোত উৎসবের মধ্যেই, জিম্মিদের ঘরে ফেরানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিক শক্তি থেকে মুক্ত করা হবে। অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধে বিশদ আলোচনা করতে, মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধিরা।
রিপোর্ট : সা. সি/টুবন
যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায়, ইসরায়েলের প্রতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে ওই আহ্বানের পরেও, গাজায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে, হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।
শনিবার হামাস জানায়, তাদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের ওপর চাপ বাড়াতে, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠিটি।
এদিকে কয়েক দিনের মধ্যেই গাজায় জিম্মি ইসরায়েলিদের ঘরে ফেরানোর ব্যাপারে আশাবাদ জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সামরিক ও কূটনৈতিক চাপের মুখে, জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ইহুদিদের সপ্তাব্যাপী সুক্কোত উৎসবের মধ্যেই, জিম্মিদের ঘরে ফেরানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিক শক্তি থেকে মুক্ত করা হবে। অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধে বিশদ আলোচনা করতে, মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধিরা।
রিপোর্ট : সা. সি/টুবন