বাংলাদেশের সামনে আজ আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ
আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
হঠাৎই ব্যাটিং-ধসের পুরোনো রোগটা সারেনি। তারপরও আফগানিস্তানকে এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজে টানা দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেটাও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই এবং যেখানে দুই বছরেরও বেশি সময় পর দলে ঢুকে ফিনিশারের ভূমিকা নিয়েছেন নুরুল হাসান সোহান।
তাই হেড কোচ ফিল সিমন্সের প্রশংসাই পাচ্ছে দল। চোটগ্রস্ত লিটনের বদলি হিসেবে নেয়া হয়েছিল সৌম্য সরকারকে, কিন্তু ভিসা না মেলায় তার শেষপর্যন্ত যাওয়াই হয়নি আরব আমিরাতে। দুটি জয়ই জাকের আলীর দল জিতেছে রান তাড়া করে, আফগানদের আজ রান তাড়ায় নামিয়ে হোয়াইওয়াশ করা যায় কি না সেটাই দেখার।
সেজন্য অবশ্য বোলারদের লড়াইয়ের পুঁজি দেয়ার দায়িত্ব ব্যাটারদের। যদিও বোলাররা আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। আভাস আছে, টানা খেলে যাওয়া মোস্তাফিজ আজ বিশ্রাম পেতে পারেন।
রিপোর্ট : প. কু/টুবন
হঠাৎই ব্যাটিং-ধসের পুরোনো রোগটা সারেনি। তারপরও আফগানিস্তানকে এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজে টানা দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেটাও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই এবং যেখানে দুই বছরেরও বেশি সময় পর দলে ঢুকে ফিনিশারের ভূমিকা নিয়েছেন নুরুল হাসান সোহান।
তাই হেড কোচ ফিল সিমন্সের প্রশংসাই পাচ্ছে দল। চোটগ্রস্ত লিটনের বদলি হিসেবে নেয়া হয়েছিল সৌম্য সরকারকে, কিন্তু ভিসা না মেলায় তার শেষপর্যন্ত যাওয়াই হয়নি আরব আমিরাতে। দুটি জয়ই জাকের আলীর দল জিতেছে রান তাড়া করে, আফগানদের আজ রান তাড়ায় নামিয়ে হোয়াইওয়াশ করা যায় কি না সেটাই দেখার।
সেজন্য অবশ্য বোলারদের লড়াইয়ের পুঁজি দেয়ার দায়িত্ব ব্যাটারদের। যদিও বোলাররা আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। আভাস আছে, টানা খেলে যাওয়া মোস্তাফিজ আজ বিশ্রাম পেতে পারেন।
রিপোর্ট : প. কু/টুবন