ATN
শিরোনাম
  •  

অসময়ে কেন অবসর নিলেন অ্যাথলেট মাহফুজুর

         
অসময়ে কেন অবসর নিলেন অ্যাথলেট মাহফুজুর

অসময়ে কেন অবসর নিলেন অ্যাথলেট মাহফুজুর

বাংলাদেশের বিবর্ণ অ্যাথলেটিকসে এমনিতেই ভাটার টান। এর মধ্যেই একের পর এক অ্যাথলেট- এই ট্র্যাক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দু’মাস আগেই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ওপর অভিমান করে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশসেরা স্প্রিন্টার জহির রায়হান। আর এবার হঠাৎই- অবসরের ঘোষণা দিলেন এসএ গেমসে রুপাজয়ী হাই জাম্পার মাহফুজুর রহমান।

গত বছর ইরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ব্রোঞ্জ জিতেছিলেন মাহফুজুর রহমান। দেশে ফেরার পর জাতীয় স্টেডিয়ামে নবীন অ্যাথলেটদের সামনে সংবর্ধনা দেওয়া হয়েছিল এশিয়ান ইনডোরে ৪০০ মিটারে রুপাজয়ী জহির ও ব্রোঞ্জজয়ী মাহফুজকে। অথচ প্রতিভাবান দুজন অ্যাথলেটই ফেডারেশনের কাছে বর্তমানে হয়ে পড়েছেন ব্রাত্য। জহির তো রাগে ক্ষোভে অভিমানে দেশই ছেড়েছেন। এবার মাহফুজুরও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অবসরের ঘোষণা দিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মাহফুজুর ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে জেতেন রুপা। ওই বছরে ভারতের জুনিয়র জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ জেতেন সোনা। ২০২৪ সালে তিনি মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও রুপার পদক জেতেন। সর্বশেষ গত বছর ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জেতেন ব্রোঞ্জ। বর্তমানে মাহফুজুর জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অ্যাথলেট। আগামী ২৪-২৬ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে চতুর্থ দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। অ্যাথলেটিকস ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য ২০ জনের নাম ঘোষণা করেছে। অথচ সেই দলে রাখা হয়নি মাহফুজকে।

মাহফুজের অভিযোগ, তার সঙ্গে অন্যায় করেছেন ফেডারেশন কর্মকর্তারা। যে কারণে তিনি আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলতে চান না।

আগামী ৭-২১ নভেম্বর সৌদি আরবে হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেই প্রতিযোগিতায়ও রাখা হয়নি মাহফুজুরকে। অথচ এই গেমসে অংশ নিয়ে দেশের হয়ে পদক জেতার প্রত্যাশা করেছিলেন তিনি।

মাহফুজুরের অবসরের প্রসঙ্গে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এমনিতেই বাংলাদেশের অ্যাথলেটিকসে ভাটার টান। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ নেই। ফেডারেশনের অব্যবস্থাপনা এবং অ্যাথলেটদের প্রতি অবহেলায় আসন্ন এসএ গেমসে পদক জেতার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

পোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ