ATN
শিরোনাম
  •  

নির্বাচনকে ঘিরে বিসিবির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের হুমকি

         
নির্বাচনকে ঘিরে বিসিবির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের হুমকি

নির্বাচনকে ঘিরে বিসিবি'র বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের হুমকি

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তার দুই দিনেরও কম সময়ের আগে আজ (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবে কয়েকটি ক্লাবের সংগঠক ও কাউন্সিলররা সংবাদ সম্মেলন করেন।

বর্তমান নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ অ্যাখ্যায়িত করে তারা নতুন করে নির্বাচন আয়োজনে তিনটি প্রস্তাব উত্থাপন করেন। বর্তমান পরিচালন পর্ষদের সময় বৃদ্ধি বা অ্যাডহক কমিটি গঠন অথবা বর্তমান তফসিল বাতিল করে সবার অংশগ্রহণে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এই তিন প্রস্তাব রবিবারের মধ্যে মেনে না নিলে, বর্তমান বিসিবির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যাওয়ার হুমকি দেয়া হয়। বলা হয়, বিতর্কিত নির্বাচনের নীলনকশা বাতিল করা না হলে, আসন্ন কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে, কোনো ক্লাব অংশ নেবে না। যার মধ্যে রয়েছে দেশের একমাত্র লিস্ট-এ ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্য ঘরোয়া লিগ।

এর আগে আজ সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ান ঢাকার ক্লাব ক্রিকেটের প্রভাবশালী মুখ লুৎফর রহমান বাদল এবং রাজশাহী থেকে প্রার্থী হওয়া হাসিবুল আলম। অথচ শুক্রবারও লুৎফর রহমান নির্বাচন করার ব্যাপারে অনড় ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ