ATN
শিরোনাম
  •  

ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

         
ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।

ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, ছয়জন ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। আজ ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাদের গ্রেফতারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি।

মিজান ওয়েবসাইটে জানানো হয়, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ