ATN
শিরোনাম
  •  

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩

         
ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে সৌরভ (২৩) ও শ্রীনিবাস (৭৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় অজিত, সুমন ও পিন্টু নামের আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সৌরভ স্থানীয় বাসিন্দা সুদানাথের ছেলে এবং শ্রীনিবাস মৃত উকিল মালাকাতের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাতে একসঙ্গে কয়েকজন মদপান করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্রীনিবাস নিজ বাড়িতেই মারা যান এবং সৌরভকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের অবস্থার খোঁজ রাখা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ