ATN
শিরোনাম
  •  

গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা, ইতিবাচক ইসরায়েল ও হামাস

         
গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা, ইতিবাচক ইসরায়েল ও হামাস

গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা, ইতিবাচক ইসরায়েল ও হামাস

গাজা যুদ্ধ বন্ধে অবশেষে দেখা দিয়েছে নতুন এক সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিতে আংশিকভাবে সম্মতি জানিয়েছে হামাস। একইসঙ্গে, শর্ত সাপেক্ষে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার কথাও জানিয়েছে সংগঠনটি। চুক্তি বাস্তবায়নে ইসরায়েলও নিয়েছে পদক্ষেপ। এরইমধ্যে গাজা দখলে চলমান সামরিক অভিযান আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

দীর্ঘ ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধ বন্ধে দেখা দিয়েছে কূটনৈতিক সমাধান। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় আংশিকভাবে সম্মতি জানিয়েছে হামাস। তবে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তুলে নিতে হবে দীর্ঘমেয়াদি অবরোধ। আর তৃতীয় শর্ত হিসেবে আন্তর্জাতিক মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ করা হলে ধাপে ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে তারা। তবে শর্ত মানা না হলে আলোচনার কোনো সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস।

এদিকে, হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজায় হামলা বন্ধেরও অনুরোধ জানিয়েছেন তিনি। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, জাতিসংঘসহ বিশ্ব নেতারা।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপে হামাসের সম্মতির পর পরই চুক্তি বাস্তবায়নের তাৎক্ষণিক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরইমধ্যে, গাজা দখলে চলমান সামরিক অভিযান আপাতত বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে তেল আবিব।

এর আগে, হামাসকে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব গ্রহণের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে ‘নরকযন্ত্রণা’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার দিয়েছিলেন ট্রাম্প।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ