ATN
শিরোনাম
  •  

নরসিংদীতে জনবল সংকট থাকায় চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল

         
নরসিংদীতে জনবল সংকট থাকায় চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল

নরসিংদীতে জনবল সংকট থাকায় চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল

নরসিংদী জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের ৬ বছর পেরিয়ে গেলেও জনবল সংকটে চালু হয়নি সেবা। ফলে প্রতিদিন রোগীদের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি আর শেষ হচ্ছে না।

নরসিংদীর জনসংখ্যা ২৫ লাখের বেশি। বিপুল এ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধার ভরসা ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। আর এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে অন্তত ১২০০ রোগী চিকিৎসাসেবা নেন। হাসপাতালটির পরিসর বাড়াতে ২০১৯ সাল প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৮ তলাবিশিষ্ট ২৫০ শয্যার নতুন ভবন। তবে চিকিৎসক ও জনবল সংকটে এখনো নতুন ভবনে সেবা চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

রোগীর স্বজনরা জানায় শয্যা সংকট আর রোগীর চাপ বেশি থাকায় অনেককেই বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়।

নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান জানান, জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না। চলতি বছরেই ভবনটি চালু করার আশা করা হচ্ছে।

তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএসএম মুসা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ১ মাসের মধ্যেই হস্তান্তর করা যাবে নতুন ভবনটি।

হাসপাতালের নতুন ভবনটি দ্রুত চালু করে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে এমনটাই প্রত্যাশা এ জেলার সাধারণ মানুষেরা।

রিপোর্ট : সো. মি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ