ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, দেশে ফিরে জানালেন মির্জা ফখরুল
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘে সফর অত্যন্ত সফল হয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশেনে যোগ দেওয়ার পর শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল।
বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এই সফর ছিলো, যা সফল হয়েছে। সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা। তাদের স্লোগান এবং বিশৃঙ্খলায় দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান মির্জা ফখরুল।
রিপোর্ট : ফে/টুবন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশেনে যোগ দেওয়ার পর শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল।
বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এই সফর ছিলো, যা সফল হয়েছে। সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা। তাদের স্লোগান এবং বিশৃঙ্খলায় দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান মির্জা ফখরুল।
রিপোর্ট : ফে/টুবন