এ যেন কেকের হাট। বিকেল হলেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনের প্রশস্ত সড়ক জুড়ে বসে পরে কেকের দোকান। এদের কেউ পুরোনো কেক ব্যবসায়ী, আবার অনেকে গৃহিনী কিংবা শখের কেক প্রস্তুতকারক। তাদের তৈরি নানা স্বাদের কেক খেতে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসেন শত শত ক্রেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে এই কেকের হাট।
আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনের এই ব্যস্ত সড়কটি বিকেল হলেই কেক প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে কিছুদিন ধরেই। যারা নানা স্বাদের কেক খেতে পছন্দ করেন দূর দুরান্ত থেকে তারা ছুটে আসছেন এই সড়কে।
প্রতিদিন বিকেল হলেই নানা নাম, রং, রূপ, স্বাদের কেক নিয়ে সড়ক জুড়ে বসে যায় অসংখ্য দোকান। এদের কেউ গৃহিণী, কেউ শিক্ষার্থী আবার অনেকে পেশাদার কেক ব্যবসায়ী।
কিছু দিন আগে প্রথমে একজন গৃহিনী এখানে কেক বিক্রি করতে আসেন। তার কেক খেতে মানুষ ভিড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তা দেখে কেকের খোঁজে কেক প্রেমীদের ভিড় বাড়তে থাকে।
আর এখনতো বিকেল হলেই পুরো সড়কজুড়ে নানা ধরনের কেকের শত শত দোকান। আর ভাইরাল এই কেকের স্বাদ নিতে আসা শত শত মানুষের ভীড়ে প্রায়ই যানজট লেগে যায় এই সড়কে।
আগারগাঁওয়ের এই সড়কটি নানা স্ট্রিট ফুডের জন্য পরিচিত হয়ে উঠলেও, ইদানিং কেকের জনপ্রিয়তায় অন্য ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চ্যালেঞ্জে। সড়কটিতে দোকান বসানো নিয়ে বিক্রেতাদের মধ্যে ঘটছে নানা ঝামেলাও।
রিপোর্ট তৌ. হা. /সা.সি
আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনের এই ব্যস্ত সড়কটি বিকেল হলেই কেক প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে কিছুদিন ধরেই। যারা নানা স্বাদের কেক খেতে পছন্দ করেন দূর দুরান্ত থেকে তারা ছুটে আসছেন এই সড়কে।
প্রতিদিন বিকেল হলেই নানা নাম, রং, রূপ, স্বাদের কেক নিয়ে সড়ক জুড়ে বসে যায় অসংখ্য দোকান। এদের কেউ গৃহিণী, কেউ শিক্ষার্থী আবার অনেকে পেশাদার কেক ব্যবসায়ী।
কিছু দিন আগে প্রথমে একজন গৃহিনী এখানে কেক বিক্রি করতে আসেন। তার কেক খেতে মানুষ ভিড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তা দেখে কেকের খোঁজে কেক প্রেমীদের ভিড় বাড়তে থাকে।
আর এখনতো বিকেল হলেই পুরো সড়কজুড়ে নানা ধরনের কেকের শত শত দোকান। আর ভাইরাল এই কেকের স্বাদ নিতে আসা শত শত মানুষের ভীড়ে প্রায়ই যানজট লেগে যায় এই সড়কে।
আগারগাঁওয়ের এই সড়কটি নানা স্ট্রিট ফুডের জন্য পরিচিত হয়ে উঠলেও, ইদানিং কেকের জনপ্রিয়তায় অন্য ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চ্যালেঞ্জে। সড়কটিতে দোকান বসানো নিয়ে বিক্রেতাদের মধ্যে ঘটছে নানা ঝামেলাও।
রিপোর্ট তৌ. হা. /সা.সি