ATN
শিরোনাম
  •  

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের খাবার ও চিকিৎসাসেবা দেয়নি ইসরায়েল

         
 গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের খাবার ও চিকিৎসাসেবা দেয়নি ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের খাবার ও চিকিৎসাসেবা দেয়নি ইসরায়েল

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলার' থেকে আটক অনেক কর্মীকে ইসরায়েলের দক্ষিণ নেগেভ অঞ্চলের কুখ্যাত কাটজি’ওট কারাগারে পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মীদের ইসরায়েল প্রাথমিকভাবে খাবার ও চিকিৎসাসেবা দেয়নি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘আদালাহ’। একইসঙ্গে অনেক কর্মীকে হয়রানি ও হুমকির পাশাপাশি ঘুমের মধ্যে সহিংস আচরণ করে ঘুম থেকে তোলা হয়েছে।

এদিকে, ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরও ১১টি জাহাজ যাত্রা শুরু করেছে।

এক বিবৃতিতে FFC জানিয়েছে, গত মঙ্গলবার ‘কনসায়েন্স’ নামের একটি জাহাজ আরও ৮টি নৌকা ও ১১টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে। এসব নৌকায় প্রায় ১০০ জন অধিকারকর্মী রয়েছেন। এর আগে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো আটক করে ইসরায়েলি বাহিনী।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ