ATN
শিরোনাম
  •  

চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি কোচ ফিল সিমন্স

         
চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি কোচ ফিল সিমন্স

চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি কোচ ফিল সিমন্স

টানা দুই ম্যাচ হারতে হারতে জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারালেও, নুরুল হাসান সোহানের দৃঢ়তায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে খুশি কোচ ফিল সিমন্স। ভারপ্রাপ্ত অধিনায়কের অফফর্মকে সমস্যা হিসেবে দেখছেন না তিনি।

প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শতরানের ওপেনিং জুটির পরও ৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সেরকম ব্যাটিং বিপর্যয় না ঘটলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে সোহানের কল্যাণে দুই ম্যাচেই শেষ হাসি হেসেছে টাইগাররা।

দুই ম্যাচেই শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের উত্তেজনায় যেন সবার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল কয়েকগুণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্সের কণ্ঠে শোনা গেল স্বস্তি, তবে ছিল শঙ্কাও।

সট (ম্যাচ দুর্দান্ত ছিল, ক্রিকেট এমনই। কিন্তু ভালো ব্যাপার হলো আপনি যখন ক্লোজ ম্যাচগুলো জিততে থাকবেন তখন আপনি আত্মবিশ্বাস পাবেন বাকি ক্লোজ ম্যাচগুলোতে। তবে সত্য কথা হলো, এমন ম্যাচগুলো আপনার হার্টের জন্য ক্ষতিকর। এমন ম্যাচ হার্ট সবসময় নিতে পারবে না।)

দুই ম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে ১৩ বলে ২৩ আর দ্বিতীয় ম্যাচে ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সোহান।

সট (আজকে সে দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসছে। ব্যাটারদের থেকে এটাই চাওয়া থাকবে আমার। যখনই সুযোগ আসবে, তখনই যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।)

এশিয়া কাপ থেকে জাকের আলীর অফ ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে অনেক। দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক। গুরুত্বপূর্ণ সময়ে শামীমের সঙ্গে তাঁর ৫৬ রানের জুটিটাও বাংলাদেশের সিরিজ জয়ের পথটা সহজ করেছে। টি-২০তে ৮৮ বল পর হাকিয়েছেন ছক্কাও।

সট (বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না।জাকেরের কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।)

সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য টি-২০তে প্রথমবারের মতো আফগানদের হোয়াইটওয়াশ করা।

রিপোর্ট : আ. / সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ