
খাগড়াছড়িকে অশান্ত করায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের
চট্টগ্রামের খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ভারতের জড়িত থাকার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়।’
রণধীর জসওয়াল উল্টো অভিযোগ করে বলেন, ‘আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।’
এর আগে গত রবিবার খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। এই সংঘাতের সূত্রপাত হয় গত সপ্তাহে এক আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ঘিরে।
এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে ভারত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগ আনেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়।’
রণধীর জসওয়াল উল্টো অভিযোগ করে বলেন, ‘আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।’
এর আগে গত রবিবার খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। এই সংঘাতের সূত্রপাত হয় গত সপ্তাহে এক আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ঘিরে।
এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে ভারত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগ আনেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স