ATN
শিরোনাম
  •  

গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, এক শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ

         
গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, এক শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ

গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, এক শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে অঙ্কিতা রানী দাস (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর সেতুর পাশ থেকে তার মরদেহ তোলা হয়। তবে তন্ময় (১০) নামে আরেক শিশু এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। এসময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা ১৮ জনের মধ্যে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হলেও রাতে তা পুরোপুরি চালানো যায়নি। সকালে একটি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। অন্যজনের সন্ধানে অভিযান চলছে।”

রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ