ATN
শিরোনাম
  •  

বৃষ্টি আর পূজার ছুটিতে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম

         
বৃষ্টি আর পূজার ছুটিতে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম

বৃষ্টি আর পূজার ছুটিতে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম

টানা বৃষ্টি আর পূজার ছুটিতে বাজারে সরবরাহ কম থাকায় প্রায় সব সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের কেজি বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায়।

কাঁচা মরিচের ঝাঁজ এখন শুধু স্বাদেই নয়, দামেও। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। করোলা, ঝিঙা, পটল, ধুন্দল ৮০ থেকে একশ টাকা। গাজর ১২০, টমেটো ১৪০ আর শসা ১০০ টাকা কেজি। বিক্রেতাদের দাবি টানা বৃষ্টি আর পূজার ছুটিতে কমেছে সরবরাহ, তাই বেড়েছে দাম।

মাছ, মাংস, চাল আর ডাল দামে তেমন ওঠানামা নেই। তবু উচ্চমূল্যে সেই বাজারও যেন সাধারণ মানুষের গলার কাঁটা।

বর্ষার বৃষ্টি থেমে সরবরাহ বাড়লে হয়তো মিলবে কিছুটা স্বস্তি। ততোদিন বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস আর বিক্রেতার যুক্তি চলবেই পাশাপাশি।

রিপোর্ট : শে. আ. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ