ATN
শিরোনাম
  •  

সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

         
সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শারজায় আফগানিস্তানের দেয়া ১৫২ রানের টার্গেট, টাইগাররা পেরিয়ে যায় ৮ বল হাতে রেখেই। আজ রাতে একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-২০।

শারজাতে শুরুটা বেশ ভালো করেছে টসজয়ী আফগানিস্তান। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান নেন ইব্রাহিম জাদরান। ইনিংসের চতুর্থ ওভারে সে ইব্রাহীমকে বোল্ড করে দলকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। পরের ওভারে সাদিকউল্লাহ অতলকে ফেরান তানজিম সাকিব।

চারে নামা দারউইশ রাসূলী ফেরেন রান আউটে কাটা পড়ে। নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ ইশহাককে শামীম ক্যাচ বানান। ৪০ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। পঞ্চম উইকেটে ৩৩ রানে জুটিতে দলকে কিছুটা টেনে তোলেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ।

আজমতউল্লাহকে ফিরিয়ে সে জুটিও ভাঙেন রিশাদ। ভয়ংকর হয়ে উঠা গুরবাজকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান। এরপর তাসকিনের এক ওভারে তিন ছক্কা মারার পর, ওই ওভারেই ৩৮ রানে বিদায় নেন মোহাম্মদ নবী। শেষ দিকে নবাগত শারফুদ্দিন আশরাফের ১৭ রানের সুবাদে দেড়শো ছাড়ায় আফগানদের ইনিংস।

রান তাড়ায় ভালো শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ দশমিক ৫ ওভারে একশো ছাড়া বাংলাদেশের স্কোর। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন ইমন। যদিও ১৯ ও ২৭ রানে দু’বার জীবন পান পারভেজ।

পারভেজের পর ক্যারিয়ারের অস্টম ফিফটি তুলে তানজিদ আউট হন ৫১ রানে। এরপরই দিক হারায় বাংলাদেশের ব্যাটিং। একেএকে ফিরে যান সাইফ হাসান, জাকের আলী, শামীম পাটোয়ারি ও তানজিম হাসান সাকিব। বিনা উইকেটে ১০৯ থেকে, রশিদ খানের ঘূর্ণিতে ৯ রানে ৬ উইকেট হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮।

বাংলাদেশ যখন হারের শঙ্কায়, তখন দরের হাল ধরেন রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহান। দু’জনের ৩৫ রানে অবিচ্ছিন্ন ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। রিশাদ ১৪ ও ২ ছক্কায় এক চারে সোহান অপরাজিত থাকেন ২৩ রানে।

রিপোর্ট : ই. হো. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ