
আমীরগঞ্জ রেলস্টেশন বন্ধ থাকায় লাখো যাত্রীর যোগাযোগের পথ বন্ধ
প্রায় তিন বছর ধরে বন্ধ নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশন। লাখো যাত্রীর সহজ যোগাযোগের পথ বন্ধ। স্টেশন মাস্টার না থাকায় দেয়া হয় না সিগন্যাল, ফলে ঘটছে দুর্ঘটনা। রেলের জায়গাও বেদখল হয়ে যাচ্ছে।
স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা। স্টেশন মাস্টার না থাকায়, অচল সিগন্যাল সিস্টেম। প্লাটফর্মে নয়, মাঝের এক লাইন দিয়ে আসছে ট্রেন। ফলে ভোগান্তিতে পড়ছে অসুস্থ, বৃদ্ধ ও শিশুসহ নারী যাত্রীরা। অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ছেন দূর্ঘটনার কবলে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে রেলওয়ের মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র। অপর দিকে রেললাইন দখল করে তার উপরে বসছে অবৈধ দোকানপাট।
যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগ করে স্টেশনটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের।
জনবল সংকট সমস্যা সমাধান করে দ্রুত স্টেশনটি চালু করা হবে প্রত্যাশা এলাকাবাসী ও যাত্রীদের।
রিপোর্ট : সো. মি. / সা. সি
স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা। স্টেশন মাস্টার না থাকায়, অচল সিগন্যাল সিস্টেম। প্লাটফর্মে নয়, মাঝের এক লাইন দিয়ে আসছে ট্রেন। ফলে ভোগান্তিতে পড়ছে অসুস্থ, বৃদ্ধ ও শিশুসহ নারী যাত্রীরা। অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ছেন দূর্ঘটনার কবলে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে রেলওয়ের মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র। অপর দিকে রেললাইন দখল করে তার উপরে বসছে অবৈধ দোকানপাট।
যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগ করে স্টেশনটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের।
জনবল সংকট সমস্যা সমাধান করে দ্রুত স্টেশনটি চালু করা হবে প্রত্যাশা এলাকাবাসী ও যাত্রীদের।
রিপোর্ট : সো. মি. / সা. সি