ATN
শিরোনাম
  •  

ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

         
ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) তাঁর ওপর আরোপিত ভ্রমণনিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর এই সফরের সুযোগ তৈরি হলো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও এনডিটিভি জানিয়েছে, ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিনি নয়াদিল্লি অবস্থান করবেন।

২০২১ সালে আশরাফ গনি সরকারের পতনের পর এটিই হবে কোনো তালেবান কর্মকর্তার প্রথম ভারত সফর। এর আগে নিষেধাজ্ঞার কারণে তাঁর সফর বাতিল হয়েছিল। তবে সম্প্রতি ইউএনএসসি জানিয়েছে, রেজল্যুশন ১৯৯৮ (২০১১) অনুযায়ী মুত্তাকির সফরে ছাড় দেওয়া হয়েছে।

ভারতীয় কূটনৈতিক সূত্র জানায়, কয়েক মাস ধরে এই সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ভারতের দেওয়া মানবিক সহায়তা, স্বাস্থ্য খাত শক্তিশালী করা এবং আফগান শরণার্থীদের পুনর্বাসনই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে পারে।

গত মে মাসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। সেটিই ছিল দুই দেশের প্রথম মন্ত্রীপর্যায়ের যোগাযোগ। এরপর ভারত আফগানিস্তানে খাদ্যশস্য, ওষুধ ও ত্রাণসহায়তা বাড়িয়েছে। তালেবান সরকারও অবকাঠামো, জ্বালানি ও উন্নয়ন খাতে ভারতের সহযোগিতা চেয়েছে।

যদিও ভারত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে একটি কারিগরি মিশন চালু রেখেছে। এর আগে দেশটিতে ৫০০টির বেশি উন্নয়ন প্রকল্পে তিন বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত।

আন্তর্জাতিক অঙ্গনেও মুত্তাকির উপস্থিতি বাড়ছে। তিনি ইতোমধ্যে চীন সফর করেছেন, ৬ অক্টোবর যাচ্ছেন মস্কোতে। সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পরই তিনি নয়াদিল্লি সফরে যাবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ