তরুণ শিক্ষার্থীদের মাঝে দেশ ছাড়ার প্রবণতা বেড়েই চলেছে। উন্নত জীবনের প্রত্যাশার পাশাপাশি হতাশা, ক্ষোভ আর দেশে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবকেই দায়ী করছেন তারা। রাজনৈতিক অস্থিরতাও তরুণদের হতাশার আরেকটি কারণ।
নতুন স্বপ্নে ভিনদেশে পাড়ি জমানোর আগে অশ্রুশিক্ত এমন বিদায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় প্রতিদিন। কারো স্বপ্ন উচ্চশিক্ষা। কেউবা উন্নত জীবনের খোঁজে।
ইউনেস্কোর তথ্য, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে যান, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ হাজার বেশি। তবে যারা পড়তে যান, সবাই কি ফিরে আসেন? এ পরিসংখ্যানও বিপরীতমুখী। মেধাবীদের ফিরে না আসার মুল কারণ দেশের সিস্টেম, মনে করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারি অধ্যাপক।
তরুণদের বিদেশমুখিতায় কোচিং সেন্টারগুলোতে ব্যস্ততার কমতি নেই। দেশের রাজনৈতিক অস্থিরতাও আরেকটি কারণ, মনে করেন অনেকে। শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে একাত্ম হয়ে ড. জিএম তারিকুল ইসলাম রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের ব্যর্থতা সামনে আনলেন।
দেশ টিকে থাকে তরুণদের মেধা ও স্বপ্নে। তরুণরা দলবেধে দেশ ছাড়ায় তাদের মেধা কাজে লাগছে অন্যদেশে। ভালো কর্মপরিবেশ, গবেষণার সুযোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতায় এ অবস্থার পরিবর্তন হতে পারে, অভিমত এই শিক্ষাবিদের।
রিপোর্ট : আ. হা. / সা. সি
নতুন স্বপ্নে ভিনদেশে পাড়ি জমানোর আগে অশ্রুশিক্ত এমন বিদায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় প্রতিদিন। কারো স্বপ্ন উচ্চশিক্ষা। কেউবা উন্নত জীবনের খোঁজে।
ইউনেস্কোর তথ্য, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে যান, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ হাজার বেশি। তবে যারা পড়তে যান, সবাই কি ফিরে আসেন? এ পরিসংখ্যানও বিপরীতমুখী। মেধাবীদের ফিরে না আসার মুল কারণ দেশের সিস্টেম, মনে করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারি অধ্যাপক।
তরুণদের বিদেশমুখিতায় কোচিং সেন্টারগুলোতে ব্যস্ততার কমতি নেই। দেশের রাজনৈতিক অস্থিরতাও আরেকটি কারণ, মনে করেন অনেকে। শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে একাত্ম হয়ে ড. জিএম তারিকুল ইসলাম রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের ব্যর্থতা সামনে আনলেন।
দেশ টিকে থাকে তরুণদের মেধা ও স্বপ্নে। তরুণরা দলবেধে দেশ ছাড়ায় তাদের মেধা কাজে লাগছে অন্যদেশে। ভালো কর্মপরিবেশ, গবেষণার সুযোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতায় এ অবস্থার পরিবর্তন হতে পারে, অভিমত এই শিক্ষাবিদের।
রিপোর্ট : আ. হা. / সা. সি