ATN
শিরোনাম
  •  

৯ রানে ৬ উইকেট পড়া অস্বাভাবিক নয়: জাকের

         
৯ রানে ৬ উইকেট পড়া অস্বাভাবিক নয়: জাকের

৯ রানে ৬ উইকেট পড়া অস্বাভাবিক নয়: জাকের

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পরও বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে সমালোচনা থামছে না। ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অথচ সেখান থেকে মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান (২৩*) ও রিশাদ হোসেনের (১৪*) দৃঢ়তায় ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করলেও, এমন ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অধিনায়ক জাকের আলি নিজেও চার নম্বরে নেমে দলকে সামলাতে পারেননি।

তবে ম্যাচশেষে জাকের বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের প্রচেষ্টায় খুশি। শুরুটা আমরা ভালো করেছিলাম। মাঝপথে ধস নেমেছে, তবে ক্রিকেটে এমন ঘটতেই পারে। জেতা-হারাটা খেলাটারই অংশ। ব্যাটিং-বোলিং দুই দিকেই আরও উন্নতির জায়গা আছে।’

আফগানিস্তান ইনিংসে একসময় ৪০ রানে ৪ উইকেট হারালেও, গুরবাজ (৪০) ও নবীর (৩৮) ব্যাটে লড়াকু সংগ্রহ পায় দলটি। বোলারদের শেষ দিকে রান দেওয়ার বিষয়েও জাকেরের আক্ষেপ আছে।

‘আমাদের বোলাররা নিয়মিত ভালো করছে। তবে আজ শেষ দিকে কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি। এখানেই উন্নতির জায়গা আছে,’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ