
ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। পেজটির প্রোফাইল ও কভার ছবি বদলে হ্যাকার গ্রুপ একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করেছে।
আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের ফেসবুক পেজ থেকে হ্যাকাররা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে। যদিও পেজের নাম পরিবর্তন করা হয়নি।
হ্যাকার গ্রুপ দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রেখেছে এবং খুব শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ করছে।
এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, ফেসবুক পেজে অস্বাভাবিক পোস্ট দেখা গেছে। তবে এতে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস
আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের ফেসবুক পেজ থেকে হ্যাকাররা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে। যদিও পেজের নাম পরিবর্তন করা হয়নি।
হ্যাকার গ্রুপ দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রেখেছে এবং খুব শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ করছে।
এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, ফেসবুক পেজে অস্বাভাবিক পোস্ট দেখা গেছে। তবে এতে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস