শারজাহে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে জয়ের পথটা মোটেও সহজ ছিল না। দুই ওপেনারের শতরানের দুর্দান্ত জুটির পর রশিদ খানের স্পিনে মুহূর্তেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৮ বল হাতে রেখেই জয় ছিনিয়ে আনে বাংলাদেশ।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম জুটি গড়ে তোলেন ১০৯ রান। দুজনই তুলে নেন অর্ধশতক। কিন্তু ১২তম ওভারেই ভাঙে জুটি-৩৭ বলে ৫৪ করা পারভেজ ফেরার পরই শুরু হয় ধস।
মঞ্চে আসেন রশিদ খান। একাই ফিরিয়ে দেন সাইফ হাসান (০), তানজিদ তামিম (৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০)। এরপর তানজিম সাকিবও শূন্য রানে বিদায় নিলে ১০৯/০ থেকে হঠাৎই ১১৮/৬ হয়ে যায় বাংলাদেশের স্কোর।
শেষ দুই ওভারে দরকার ছিল ১৬ রান। ১৯তম ওভারে ওমরজাইকে টানা দুই ছক্কায় চাপে থাকা ম্যাচে দলকে ফেরান নুরুল হাসান সোহান। পরে রিশাদ হোসেনের চারে আসে জয়ের নিশ্চিতি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে ৮ উইকেটে ১৫১ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ৪০ রান, মোহাম্মদ নবি খেলেন ৩৮ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে রিশাদ ও তানজিম দুজন নেন দুটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম জুটি গড়ে তোলেন ১০৯ রান। দুজনই তুলে নেন অর্ধশতক। কিন্তু ১২তম ওভারেই ভাঙে জুটি-৩৭ বলে ৫৪ করা পারভেজ ফেরার পরই শুরু হয় ধস।
মঞ্চে আসেন রশিদ খান। একাই ফিরিয়ে দেন সাইফ হাসান (০), তানজিদ তামিম (৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০)। এরপর তানজিম সাকিবও শূন্য রানে বিদায় নিলে ১০৯/০ থেকে হঠাৎই ১১৮/৬ হয়ে যায় বাংলাদেশের স্কোর।
শেষ দুই ওভারে দরকার ছিল ১৬ রান। ১৯তম ওভারে ওমরজাইকে টানা দুই ছক্কায় চাপে থাকা ম্যাচে দলকে ফেরান নুরুল হাসান সোহান। পরে রিশাদ হোসেনের চারে আসে জয়ের নিশ্চিতি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে ৮ উইকেটে ১৫১ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ৪০ রান, মোহাম্মদ নবি খেলেন ৩৮ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে রিশাদ ও তানজিম দুজন নেন দুটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
রিপোর্ট : এটিএন নিউজ/ জেড.এস