দারুণ স্মরণীয় এই জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী বিশ্বকাপের চলতি আসর শুরু করেছে বাংলাদেশ।
জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে নিজের মায়ের সাথে কথা বলার গল্প শুনিয়েছেন মারুফা আক্তার। তিনি জানিয়েছেন, ম্যাচের আগে ভিডিও কলে মায়ের সাথে কথা বলেছেন। যেখানে সূরা পড়ে তার জন্য দোয়া করেছেন মা।
সংবাদ সম্মেলনে মারুফা আক্তার বলেছেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম, তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় । বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না ।’
নিজের বোলিং নিয়ে মারুফা বলেছেন, ‘শুরুতে আসলে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।’
চাপ ছিল কি? জবাবে মারুফা বলেছেন, ‘একদমই না। সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’
দারুণ জয়ে বিশ্বকাপের আসর শুরু করলো বাঘিনীরা। ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে বাংলাদেশ।
রিপোর্ট : এটিএন নিউজ/ সা.সি
জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে নিজের মায়ের সাথে কথা বলার গল্প শুনিয়েছেন মারুফা আক্তার। তিনি জানিয়েছেন, ম্যাচের আগে ভিডিও কলে মায়ের সাথে কথা বলেছেন। যেখানে সূরা পড়ে তার জন্য দোয়া করেছেন মা।
সংবাদ সম্মেলনে মারুফা আক্তার বলেছেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম, তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় । বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না ।’
নিজের বোলিং নিয়ে মারুফা বলেছেন, ‘শুরুতে আসলে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।’
চাপ ছিল কি? জবাবে মারুফা বলেছেন, ‘একদমই না। সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’
দারুণ জয়ে বিশ্বকাপের আসর শুরু করলো বাঘিনীরা। ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে বাংলাদেশ।
রিপোর্ট : এটিএন নিউজ/ সা.সি