ATN
শিরোনাম
  •  

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

         
সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পূজামণ্ডপের ডেকোরেশনের সরঞ্জামাদি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রশান্ত মন্ডল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খাজরার পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত মন্ডল কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে বসবাস করছিলেন এবং ডেকোরেটর ডেকোরেশনের কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় তিনি পূজামণ্ডপের ডেকোরেশনের মালামাল খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরিফিন বলেন, অসাবধানতার কারণে বৈদ্যুতিক তার হাতে লেগে এ ঘটনাটি ঘটে তিনি মৃত্যুবরণ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/ সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ